এন্ড্রয়েড মোবাইল ফোন সুপার ফাস্ট করার ৫ টি উপায়
এন্ড্রয়েড মোবাইল ফোন সুপার ফাস্ট করার ৫ টি উপায় |
আমরা কম বেশি সবাই এন্ড্রয়েড ফোন ব্যাবহার করে থাকি |কিন্তু জানি না কি কারনে আমাদের ফোন স্লো হয়ে যায় এবং ধীরগতি কাজ করে এবং মাঝে মধ্যে ফোন হঠাৎ হ্যাং করে | এর মধে কিছু কারন রয়েছে ফোন স্লো হওয়ার প্রথম কারন হচ্ছে ,আপনার ফোনের ধারন ক্ষমতার চেয়ে আপনি বেশি এ্যাপস ইনস্টল করে রেখেছেন এর জন্য ফোন স্লো কাজ করে | এই সমস্যা থেকে সমাধান পেতে পাঁচটি উপায় ফলো করতে পারেন
এখন ৫ টি উপায় জেনে নিন কিভাবে আপনার ফোন সুপার ফাস্ট করেবন
১| ফোনের অপ্রয়জনীয় এ্যাপস আনইনস্টল করে দিন
২| প্রতিদিন আপনি যে এ্যাপস ব্যাবহার করেছেন তার ক্যাশ ডাটা ক্লিয়ার করুন
৩| ফোন মেমোরিতে অপ্রয়োজনীয় ফাইল না রেখে একটা SD কার্ড ব্যাবহার করুন
৪| অপ্রয়োজনীয় টেম্পারেট ফাইল ডিলেট করুন
৫| ফোনের একটা গোপন সেটিং আছে যা ৯৯% মানুষ জানে না | এই সেটিং করলে আপনার ফোন সবার চেয়ে ফাস্ট হবে এই সেটিং করবেন যে ভাবে | প্রথমে আপনার ফোন সেটিং এ যাবেন এর পর about অপশনের পর build number আপশনে ৭ বার টাচ করবেন এর পর ব্যাক এ আসবেন এর পর দেখতে পরবে developer options নামে একটি আপশন চলে আসছে প্রথমে developer options যাবেন এর পর নিচের দিকে আসবেন এরংwindow animation scale আপশনে ক্লিক করে animation scale >animation off করে দিবেন এরপর Transition animation scale > animation off করে দিবেন Transition duration scale > animation off করে দিবেন
স্ক্রিনশট ফলো করুন
এইটা অফ করে দেওয়ার পর আপনার আর কিছু করতে হবে না আপনার কাজ শেষ এখন আপনি আপনার মোবাইল ফোন ট্রাই করে দেখুন
আগের চেয়ে ফোন অনেক স্পিডে কাজ করতেছে