Read more;" /> চট্টগ্রাম বিভাগের দর্শনীয় স্থান সমূহ - sangram barta
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিভাগের দর্শনীয় স্থান সমূহ

Reporter Name / ২৮৬ Time View
Update : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

চট্টগ্রাম বিভাগের দর্শনীয় স্থান সমূহ: চট্টগ্রাম জেলার ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে আগুনিয়া চা বাগান,উত্তর রাঙ্গুনিয়া, চট্টগ্রাম চিড়িয়াখানা , সন্দীপ সমুদ্র সৈকত, পতেঙ্গা সমুদ্র সৈকত , বোটানিক্যাল গার্ডেন ,ইকোপার্ক ,আন্দরকিল্লা জামে মসজিদ , কমনওয়েলথ ওয়্যার সেমেট্রি চট্টগ্রাম ,কালুর ঘাট, খানখানাবাদ সমুদ্র সৈকত, বাঁশখালী খিরাম সংরক্ষিত বনাঞ্চল ,ফটিকছড়ি, চন্দ্রনাথ মন্দির, সীতাকুণ্ড, চেরাগী , খিরাম সংরক্ষিত বনাঞ্চল বৌদ্ধবিহার, রাউজান, মহামায়া সেচপ্রকল্প, মিরসরাই, লালদীঘি, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর | বাইজিদ বোস্তামীর মাজার শরীফ ,খিরাম সংরক্ষিত বনাঞ্চলমাজার , রেলওয়ে জাদুঘর , সাহেব বিবি মসজিদ , খৈয়াছড়া ঝরনা, বোয়ালিয়া ট্রেইল , জাম্বুরি পার্ক , নজরুল স্কয়ার , ফয়েজ লেক, আনোয়ারা পার্কির চর ,বাংলাদেশ নেভাল একাডেমি,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ,নজরুল স্কয়ার, জাতি তাত্ত্বিক জাদুঘর এছাড়া আরো অনেক কিছু |

চট্টগ্রাম জেলার নামকরণ : চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চারটি অর্থ ‘চাটি’ অর্থ বাতি বা চেরাগ এবং ‘গাঁও’ অর্থ গ্রাম |এ থেকে নাম হয় চাটিগাঁও’। আবার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্সের এর মতে এলাকাটি ক্ষুদ্র পাখির নাম থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি | চট্টগ্রাম ১৯৬৬ সালে মোগল সাম্রাজ্যের অংশ হয় | চট্টগ্রাম বিভাগে ১১ টি জেলা রয়েছে |

1.আগুনিয়া চা বাগান : প্রায় তিন হাজার একর জায়গা জুড়ে বিশাল আগুনিয়া চা বাগান ,উত্তর রাঙ্গুনিয়া উপজেলায় অবস্থিত | এখানে পনেরশো কর্মচারী কাজ করে | কাপ্তাই উপজেলা প্রাকৃতিক সৌন্দর্যকে আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে | এই বাগানটি অত্র উপজেলা একটি চমকপ্রদ স্থান , প্রতিদিন মানুষ বিকেলবেলা এখানে বেড়াতে যায় | চারিদিকে শুধু সবুজের সমাহার |

2.চট্টগ্রাম চিড়িয়াখানা : চট্টগ্রাম চিড়িয়াখানা বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত চিড়িয়াখানা | এটি শহর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তর -পূর্ব দিকে পাহাড়তলী ইউএসটিসি মেডিকেল কলেজের বিপরীত পাহাড়ের পাদদেশে ছয় একর ভূমির উপর অবস্থিত |এ চিড়িয়াখানায় ৭২ প্রজাতির মোট ২৮০ টি প্রাণী রয়েছে |এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রয়েল বেঙ্গল টাইগার ,প্যারা হরিণ, ধনেস ,তিতির , হনুমান, খরগোশ, সজারু, শিয়াল প্রভৃতি।

3.সন্দীপ সমুদ্র সৈকত :সন্দীপ সমুদ্র সৈকত বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি দ্বীপ |এটি বাংলাদেশের প্রাচীনতম দ্বীপ | মেঘনা নদীর মোহনায় অবস্থিত | দ্বীপের মানুষজন অত্যন্ত সহযোগী মনোভাবপূর্ণ | দ্বীপের দক্ষিণে আছে ঐতিহ্যবাহী শুকনা দিঘী।এছাড়া রয়েছে স্কুল ,কলেজ, মাদ্রাসা,বড় বড় খেলার মাঠ ইত্যাদি |

4.পতেঙ্গা সমুদ্র সৈকত :পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সমুদ্র সৈকত গুলোর মধ্যে অন্যতম | চট্টগ্রাম শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে কর্ণফুলী নদী ও সাগরের মোহনায় অবস্থিত | এখানে সূর্যোদয় কিংবা সূর্যাস্তের দৃশ্য খুবই মনোরম | বিশেষ করে বিকেল সূর্যাস্ত ও সন্ধ্যের সময়টুকু ভালো লাগবে | পতেঙ্গা রয়েছে স্পিড বোর্ড চরে সমুদ্রে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে | কেনাকাটার জন্য রয়েছে বার্মিজ মার্কেট | খাওয়া-দাওয়ার জন্য রয়েছে হরেক রকমের স্ট্রিট ফুড |সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে সি বাইক, ঘোড়া পতেঙ্গা সমুদ্র সৈকত আসলেই পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর জন্য একটি বিখ্যাত জায়গা |

5.ইকোপার্ক :,ইকোপার্ক চট্টগ্রাম জেলা সীতাকুণ্ডে অবস্থিত | এটি ১৯৯৯ সালে চন্দ্রনাথ রিজা ফরেস্ট স্থাপন করা হয় | বাংলাদেশের প্রথম এ ইকোপার্কটি ৮০৮ একর জায়গা জুড়ে বিস্তৃত |

6.আন্দরকিল্লা জামে মসজিদ : ১৬৬৭ সালে এই মসজিদ নির্মাণের পর থেকেই চট্টগ্রামে ইসলাম ধর্মাবলম্বীদের তীর্থস্থান হয়ে ওঠে | এই মসজিদের ইমাম নিযুক্ত হতেন পবিত্র মদিনার আওলাদে রাসূলগণ | হলে অল্প দিনের মধ্যে এই মসজিদ জনপ্রিয় হয়ে পড়ে | ১৬৬৬ খ্রিস্টাব্দের ২৭ জানুয়ারি চট্টগ্রামের তৎকালীন মোগল শাসনকর্তা শায়েস্তা খানের ছেলে উমেদ খাঁ কেল্লার ভেতরে প্রবেশ করলে তখন থেকে এর নাম হয় আন্দরকিল্লা | মসজিদের ভেতরে তিনটি মেয়েরা রয়েছে | মসজিদের দেয়ালটি পোড়ামাটি ও পাথরের তৈরি |

7.কমনওয়েলথ ওয়্যার সেমেট্রি চট্টগ্রাম: কমনওয়েলথ ওয়্যার সেমেট্রি চট্টগ্রাম কমনওয়েলথ ওয়্যার গ্রেস কমিশনের একটি সৌধ যেটি সাধারণভাবে কমনওয়েলথ ওয়্যার সেমেট্রি নামে পরিচিত | এটি চট্টগ্রামের দামপাড়া এলাকায় 19 নম্বর বাদশা মিয়া চৌধুরী সড়কে অবস্থিত |

8.কালুর ঘাট:,কালুর ঘাট চট্টগ্রাম শহরে দক্ষিণাঞ্চলের বহদ্দারহাট এর ৫-৭ কিলোমিটার দূরে অবস্থিত একটি এলাকা | ১৯৩০ সালে এখানে একটি সেতু নির্মিত হয় | এটি কর্ণফুলী নদীর উপর প্রতিষ্ঠিত |

9.খানখানাবাদ সমুদ্র সৈকত :খানখানাবাদ সমুদ্র সৈকতচট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় খান খানা বা সমুদ্র সৈকত অবস্থিত | এটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র | এখানে রয়েছে বিশাল ঝাউবনএবং সমুদ্রের ঢেউয়ের লুকোচুরির খেলা |

10 .ফটিকছড়ি :ফটিকছড়ি ঢাকার উত্তর পূর্ব দিকে অবস্থিত এই উপজেলায় দেখার মতো উল্লেখযোগ্য স্থান হল কর্ণফুলী চা বাগান ,মাইজভান্ডার, দরবার শরীফ , নানুপুর বৌদ্ধবিহার , রামগড় চা বাগান এবং রাঙ্গামাটিয়া রাবার বাগান |

11 .লালদীঘি :লালদীঘি বাংলাদেশের চট্টগ্রাম শহরের একটি ঐতিহ্যবাহী স্থান | নগরীর জেল রোডে শেষ সীমানা এর অবস্থান | ২.৭০ একর জায়গা জুড়ে এই লালদীঘি অবস্থিত | এক পাশে আছে আন্দর কেল্লা অন্য পাশে রয়েছে জেলা পরিষদ ভবন এবং স্থানীয় ব্যাংকের শাখা সমূহ | লালদীঘির পাশে রয়েছে চট্টগ্রাম সিটি পাবলিক লাইব্রেরী | একটি পুকুরকে দেখিতে রূপান্তর করা হয় তখন থেকে দীঘিটি লালকুঠি ও লাল ঘরের নামা অনুসারে লালদিঘি নামকরণ করা হয় | লালদীঘির উত্তর পাশে রয়েছে একটা মঠ |

12 .শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর :শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম এর গোড়া পত্তন হয় ৪০ এর দশকের শুরুতে এয়ার ফিল্ড হিসেবে | পরে ধীরে ধীরে বিমানবন্দরে রূপ নেয় | এ বিমানবন্দরটি চট্টগ্রাম শহর জিআইসিমোড় থেকে ২০ কিলোমিটার এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে১৮.৫ কিলোমিটার দূরে চট্টগ্রামের পতেঙ্গা কর্ণফুলী নদীর তীরে অবস্থিত |

13 .বাইজিদ বোস্তামীর মাজার শরীফ : বাইজিদ বোস্তামীর মাজার শরীফ চট্টগ্রামের নাসিরাবাদ একটি পাহাড়ের ওপরে অবস্থিত | ইরানের বিখ্যাত সুফি বাইজিদ বোস্তামীর নামে গড়ে ওঠা এই মাজার চট্টগ্রাম ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি চট্টগ্রামে আসা দেশি বিদেশি পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান | জনশ্রুতি আছে ,বাইজিদ বোস্তামী তার সফর শেষ করে চট্টগ্রাম থেকে প্রস্থানের সময় ভক্তদের অনুরোধে কনিষ্ঠ আঙ্গুল কেটে কয়েক ফোটা রক্ত দিয়ে মাজার গড়ে তুলবার জায়গা চিহ্নিত করে যান | বাইজিদ বোস্তামীর মাজার মূলত বায়েজিদ বোস্তামিকে উৎসর্গ করে নির্মিত একটি প্রতিরূপ |

14 .রেলওয়ে জাদুঘর :রেলওয়ে জাদুঘর চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত দেশের একমাত্র রেলওয়ে জাদুঘর | এটা দেশের একমাত্র পুরনো জাদুঘর | জাদুঘরটি শুক্রবারে বন্ধ থাকে | শনি থেকে বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে |

15 . সাহেব বিবি মসজিদ: সাহেব বিবি মসজিদ চট্টগ্রামের আনোয়ারা থানার শোলকাটা গ্রামে বিশিষ্ট জমিদার আমির মোহাম্মদ চৌধুরীর স্বনামধন্য পত্নী ও চট্টগ্রামের প্রসিদ্ধ মলকা বানুর মাতা সাহেব বিবি আনুমানিক ১৬১২ খ্রিস্টাব্দে এই মসজিদ প্রতিষ্ঠা করেন | এই মসজিদের পাশে রয়েছে ফুলবাগান এবং কবরস্থান সেখানেই শায়িত আছেন এই মসজিদের প্রতিষ্ঠাতা সাহেব বিবি |

16.খৈয়াছড়া ঝরনা :খৈয়াছড়া ঝরনা বাংলাদেশের চট্টগ্রামে মিরসরের পারে অবস্থিত একটিা ঝরনা | মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে ঝর্ণারটির অবস্থান এজন্য নামকরণ করা হয়েছে হয়েছে “খৈয়াছড়া ঝর্ণা”। খৈয়াছড়া ঝরনা মোট ৯টি বড় ধাপ রয়েছে এবং অনেকগুলো বিছিন্ন ধাপ রয়েছে |

17 .জাম্বুরি পার্ক:জাম্বুরি পার্ক চট্টগ্রামের একটি উন্মুক্ত উদ্যান | ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ পার্কটি উদ্বোধন করেন | উদ্যানের চারপাশে রয়েছে টয়লেট ব্লগ অফিস ও বৈদ্যুতিক উপকেন্দ্র | প্রধানটিতে রোপন করা হয়েছে সোনালু ,নাগেশ্বর, চাপা,রাধাচোরা, বকুল, শিউলি, টগর এবং জামরুল সহ ১০ হাজার গাছের চারা |

18 .আনোয়ারা পার্কির চর :আনোয়ারা পার্কির চরচট্টগ্রাম শহরে আনোয়ারা উপজেলায় অবস্থিত আনোয়ারা পার্কির চর কর্ণফুলী নদী পেরলে আনোয়ারা পার্কির চর |

19. ফয়েজ লেক: ফয়েজ লেক একটি হ্রদ | চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে স্টেশন সংলগ্নে ফয়েজ লেক অবস্থিত | চট্টগ্রাম জিরো পয়েন্ট থেকে ফয়েজ লেকের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার | রেলওয়ে কর্তৃপক্ষ ফয়েজ লেকটি খনন করেন |

20.জাতি তাত্ত্বিক জাদুঘর :জাতি তাত্ত্বিক জাদুঘর চট্টগ্রাম শহরের আগ্রাবাদে অবস্থিত | বাংলাদেশের বিভিন্ন নৃতাত্ত্বিক জাতী গোষ্ঠীর দৈনন্দিন জীবন প্রণালী পারস্পরিক বোঝাপড়া ও সহকর্মী অনুভূতি লালনের জন্য প্রতিষ্ঠিত | যে কোনো পর্যটন স্থান আমাদের জন্য সম্পদ এবং দেশের সম্পদ তাই এসব স্থানের সৌন্দর্য রক্ষা করার জন্য ক্ষতিকর কিছু করা থেকে বিরত থাকুন অন্যদেরকে উৎসাহিত করুন দেশ আমাদের |দেশের প্রতি যত্নবান হওয়া আমাদের সকলের দায়িত্ব |


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর