100
Monday , 23 January 2023 | [bangla_date]
  1. Bangladesh
  2. Education
  3. Health and Fitness
  4. International news
  5. Job News
  6. Sport
  7. Technology
  8. পুষ্টি গুনাগুন
  9. রাজনীতি

চট্টগ্রাম বিভাগের দর্শনীয় স্থান সমূহ

প্রতিবেদক
MD Tamirul Millat
January 23, 2023 10:33 pm

চট্টগ্রাম বিভাগের দর্শনীয় স্থান সমূহ: চট্টগ্রাম জেলার ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে আগুনিয়া চা বাগান,উত্তর রাঙ্গুনিয়া, চট্টগ্রাম চিড়িয়াখানা , সন্দীপ সমুদ্র সৈকত, পতেঙ্গা সমুদ্র সৈকত , বোটানিক্যাল গার্ডেন ,ইকোপার্ক ,আন্দরকিল্লা জামে মসজিদ , কমনওয়েলথ ওয়্যার সেমেট্রি চট্টগ্রাম ,কালুর ঘাট, খানখানাবাদ সমুদ্র সৈকত, বাঁশখালী খিরাম সংরক্ষিত বনাঞ্চল ,ফটিকছড়ি, চন্দ্রনাথ মন্দির, সীতাকুণ্ড, চেরাগী , খিরাম সংরক্ষিত বনাঞ্চল বৌদ্ধবিহার, রাউজান, মহামায়া সেচপ্রকল্প, মিরসরাই, লালদীঘি, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর | বাইজিদ বোস্তামীর মাজার শরীফ ,খিরাম সংরক্ষিত বনাঞ্চলমাজার , রেলওয়ে জাদুঘর , সাহেব বিবি মসজিদ , খৈয়াছড়া ঝরনা, বোয়ালিয়া ট্রেইল , জাম্বুরি পার্ক , নজরুল স্কয়ার , ফয়েজ লেক, আনোয়ারা পার্কির চর ,বাংলাদেশ নেভাল একাডেমি,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ,নজরুল স্কয়ার, জাতি তাত্ত্বিক জাদুঘর এছাড়া আরো অনেক কিছু |

চট্টগ্রাম জেলার নামকরণ : চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চারটি অর্থ ‘চাটি’ অর্থ বাতি বা চেরাগ এবং ‘গাঁও’ অর্থ গ্রাম |এ থেকে নাম হয় চাটিগাঁও’। আবার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্সের এর মতে এলাকাটি ক্ষুদ্র পাখির নাম থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি | চট্টগ্রাম ১৯৬৬ সালে মোগল সাম্রাজ্যের অংশ হয় | চট্টগ্রাম বিভাগে ১১ টি জেলা রয়েছে |

1.আগুনিয়া চা বাগান : প্রায় তিন হাজার একর জায়গা জুড়ে বিশাল আগুনিয়া চা বাগান ,উত্তর রাঙ্গুনিয়া উপজেলায় অবস্থিত | এখানে পনেরশো কর্মচারী কাজ করে | কাপ্তাই উপজেলা প্রাকৃতিক সৌন্দর্যকে আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে | এই বাগানটি অত্র উপজেলা একটি চমকপ্রদ স্থান , প্রতিদিন মানুষ বিকেলবেলা এখানে বেড়াতে যায় | চারিদিকে শুধু সবুজের সমাহার |

2.চট্টগ্রাম চিড়িয়াখানা : চট্টগ্রাম চিড়িয়াখানা বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত চিড়িয়াখানা | এটি শহর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তর -পূর্ব দিকে পাহাড়তলী ইউএসটিসি মেডিকেল কলেজের বিপরীত পাহাড়ের পাদদেশে ছয় একর ভূমির উপর অবস্থিত |এ চিড়িয়াখানায় ৭২ প্রজাতির মোট ২৮০ টি প্রাণী রয়েছে |এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রয়েল বেঙ্গল টাইগার ,প্যারা হরিণ, ধনেস ,তিতির , হনুমান, খরগোশ, সজারু, শিয়াল প্রভৃতি।

3.সন্দীপ সমুদ্র সৈকত :সন্দীপ সমুদ্র সৈকত বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি দ্বীপ |এটি বাংলাদেশের প্রাচীনতম দ্বীপ | মেঘনা নদীর মোহনায় অবস্থিত | দ্বীপের মানুষজন অত্যন্ত সহযোগী মনোভাবপূর্ণ | দ্বীপের দক্ষিণে আছে ঐতিহ্যবাহী শুকনা দিঘী।এছাড়া রয়েছে স্কুল ,কলেজ, মাদ্রাসা,বড় বড় খেলার মাঠ ইত্যাদি |

4.পতেঙ্গা সমুদ্র সৈকত :পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সমুদ্র সৈকত গুলোর মধ্যে অন্যতম | চট্টগ্রাম শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে কর্ণফুলী নদী ও সাগরের মোহনায় অবস্থিত | এখানে সূর্যোদয় কিংবা সূর্যাস্তের দৃশ্য খুবই মনোরম | বিশেষ করে বিকেল সূর্যাস্ত ও সন্ধ্যের সময়টুকু ভালো লাগবে | পতেঙ্গা রয়েছে স্পিড বোর্ড চরে সমুদ্রে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে | কেনাকাটার জন্য রয়েছে বার্মিজ মার্কেট | খাওয়া-দাওয়ার জন্য রয়েছে হরেক রকমের স্ট্রিট ফুড |সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে সি বাইক, ঘোড়া পতেঙ্গা সমুদ্র সৈকত আসলেই পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর জন্য একটি বিখ্যাত জায়গা |

5.ইকোপার্ক :,ইকোপার্ক চট্টগ্রাম জেলা সীতাকুণ্ডে অবস্থিত | এটি ১৯৯৯ সালে চন্দ্রনাথ রিজা ফরেস্ট স্থাপন করা হয় | বাংলাদেশের প্রথম এ ইকোপার্কটি ৮০৮ একর জায়গা জুড়ে বিস্তৃত |

6.আন্দরকিল্লা জামে মসজিদ : ১৬৬৭ সালে এই মসজিদ নির্মাণের পর থেকেই চট্টগ্রামে ইসলাম ধর্মাবলম্বীদের তীর্থস্থান হয়ে ওঠে | এই মসজিদের ইমাম নিযুক্ত হতেন পবিত্র মদিনার আওলাদে রাসূলগণ | হলে অল্প দিনের মধ্যে এই মসজিদ জনপ্রিয় হয়ে পড়ে | ১৬৬৬ খ্রিস্টাব্দের ২৭ জানুয়ারি চট্টগ্রামের তৎকালীন মোগল শাসনকর্তা শায়েস্তা খানের ছেলে উমেদ খাঁ কেল্লার ভেতরে প্রবেশ করলে তখন থেকে এর নাম হয় আন্দরকিল্লা | মসজিদের ভেতরে তিনটি মেয়েরা রয়েছে | মসজিদের দেয়ালটি পোড়ামাটি ও পাথরের তৈরি |

7.কমনওয়েলথ ওয়্যার সেমেট্রি চট্টগ্রাম: কমনওয়েলথ ওয়্যার সেমেট্রি চট্টগ্রাম কমনওয়েলথ ওয়্যার গ্রেস কমিশনের একটি সৌধ যেটি সাধারণভাবে কমনওয়েলথ ওয়্যার সেমেট্রি নামে পরিচিত | এটি চট্টগ্রামের দামপাড়া এলাকায় 19 নম্বর বাদশা মিয়া চৌধুরী সড়কে অবস্থিত |

8.কালুর ঘাট:,কালুর ঘাট চট্টগ্রাম শহরে দক্ষিণাঞ্চলের বহদ্দারহাট এর ৫-৭ কিলোমিটার দূরে অবস্থিত একটি এলাকা | ১৯৩০ সালে এখানে একটি সেতু নির্মিত হয় | এটি কর্ণফুলী নদীর উপর প্রতিষ্ঠিত |

9.খানখানাবাদ সমুদ্র সৈকত :খানখানাবাদ সমুদ্র সৈকতচট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় খান খানা বা সমুদ্র সৈকত অবস্থিত | এটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র | এখানে রয়েছে বিশাল ঝাউবনএবং সমুদ্রের ঢেউয়ের লুকোচুরির খেলা |

10 .ফটিকছড়ি :ফটিকছড়ি ঢাকার উত্তর পূর্ব দিকে অবস্থিত এই উপজেলায় দেখার মতো উল্লেখযোগ্য স্থান হল কর্ণফুলী চা বাগান ,মাইজভান্ডার, দরবার শরীফ , নানুপুর বৌদ্ধবিহার , রামগড় চা বাগান এবং রাঙ্গামাটিয়া রাবার বাগান |

11 .লালদীঘি :লালদীঘি বাংলাদেশের চট্টগ্রাম শহরের একটি ঐতিহ্যবাহী স্থান | নগরীর জেল রোডে শেষ সীমানা এর অবস্থান | ২.৭০ একর জায়গা জুড়ে এই লালদীঘি অবস্থিত | এক পাশে আছে আন্দর কেল্লা অন্য পাশে রয়েছে জেলা পরিষদ ভবন এবং স্থানীয় ব্যাংকের শাখা সমূহ | লালদীঘির পাশে রয়েছে চট্টগ্রাম সিটি পাবলিক লাইব্রেরী | একটি পুকুরকে দেখিতে রূপান্তর করা হয় তখন থেকে দীঘিটি লালকুঠি ও লাল ঘরের নামা অনুসারে লালদিঘি নামকরণ করা হয় | লালদীঘির উত্তর পাশে রয়েছে একটা মঠ |

12 .শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর :শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম এর গোড়া পত্তন হয় ৪০ এর দশকের শুরুতে এয়ার ফিল্ড হিসেবে | পরে ধীরে ধীরে বিমানবন্দরে রূপ নেয় | এ বিমানবন্দরটি চট্টগ্রাম শহর জিআইসিমোড় থেকে ২০ কিলোমিটার এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে১৮.৫ কিলোমিটার দূরে চট্টগ্রামের পতেঙ্গা কর্ণফুলী নদীর তীরে অবস্থিত |

13 .বাইজিদ বোস্তামীর মাজার শরীফ : বাইজিদ বোস্তামীর মাজার শরীফ চট্টগ্রামের নাসিরাবাদ একটি পাহাড়ের ওপরে অবস্থিত | ইরানের বিখ্যাত সুফি বাইজিদ বোস্তামীর নামে গড়ে ওঠা এই মাজার চট্টগ্রাম ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি চট্টগ্রামে আসা দেশি বিদেশি পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান | জনশ্রুতি আছে ,বাইজিদ বোস্তামী তার সফর শেষ করে চট্টগ্রাম থেকে প্রস্থানের সময় ভক্তদের অনুরোধে কনিষ্ঠ আঙ্গুল কেটে কয়েক ফোটা রক্ত দিয়ে মাজার গড়ে তুলবার জায়গা চিহ্নিত করে যান | বাইজিদ বোস্তামীর মাজার মূলত বায়েজিদ বোস্তামিকে উৎসর্গ করে নির্মিত একটি প্রতিরূপ |

14 .রেলওয়ে জাদুঘর :রেলওয়ে জাদুঘর চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত দেশের একমাত্র রেলওয়ে জাদুঘর | এটা দেশের একমাত্র পুরনো জাদুঘর | জাদুঘরটি শুক্রবারে বন্ধ থাকে | শনি থেকে বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে |

15 . সাহেব বিবি মসজিদ: সাহেব বিবি মসজিদ চট্টগ্রামের আনোয়ারা থানার শোলকাটা গ্রামে বিশিষ্ট জমিদার আমির মোহাম্মদ চৌধুরীর স্বনামধন্য পত্নী ও চট্টগ্রামের প্রসিদ্ধ মলকা বানুর মাতা সাহেব বিবি আনুমানিক ১৬১২ খ্রিস্টাব্দে এই মসজিদ প্রতিষ্ঠা করেন | এই মসজিদের পাশে রয়েছে ফুলবাগান এবং কবরস্থান সেখানেই শায়িত আছেন এই মসজিদের প্রতিষ্ঠাতা সাহেব বিবি |

16.খৈয়াছড়া ঝরনা :খৈয়াছড়া ঝরনা বাংলাদেশের চট্টগ্রামে মিরসরের পারে অবস্থিত একটিা ঝরনা | মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে ঝর্ণারটির অবস্থান এজন্য নামকরণ করা হয়েছে হয়েছে “খৈয়াছড়া ঝর্ণা”। খৈয়াছড়া ঝরনা মোট ৯টি বড় ধাপ রয়েছে এবং অনেকগুলো বিছিন্ন ধাপ রয়েছে |

17 .জাম্বুরি পার্ক:জাম্বুরি পার্ক চট্টগ্রামের একটি উন্মুক্ত উদ্যান | ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ পার্কটি উদ্বোধন করেন | উদ্যানের চারপাশে রয়েছে টয়লেট ব্লগ অফিস ও বৈদ্যুতিক উপকেন্দ্র | প্রধানটিতে রোপন করা হয়েছে সোনালু ,নাগেশ্বর, চাপা,রাধাচোরা, বকুল, শিউলি, টগর এবং জামরুল সহ ১০ হাজার গাছের চারা |

18 .আনোয়ারা পার্কির চর :আনোয়ারা পার্কির চরচট্টগ্রাম শহরে আনোয়ারা উপজেলায় অবস্থিত আনোয়ারা পার্কির চর কর্ণফুলী নদী পেরলে আনোয়ারা পার্কির চর |

19. ফয়েজ লেক: ফয়েজ লেক একটি হ্রদ | চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে স্টেশন সংলগ্নে ফয়েজ লেক অবস্থিত | চট্টগ্রাম জিরো পয়েন্ট থেকে ফয়েজ লেকের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার | রেলওয়ে কর্তৃপক্ষ ফয়েজ লেকটি খনন করেন |

20.জাতি তাত্ত্বিক জাদুঘর :জাতি তাত্ত্বিক জাদুঘর চট্টগ্রাম শহরের আগ্রাবাদে অবস্থিত | বাংলাদেশের বিভিন্ন নৃতাত্ত্বিক জাতী গোষ্ঠীর দৈনন্দিন জীবন প্রণালী পারস্পরিক বোঝাপড়া ও সহকর্মী অনুভূতি লালনের জন্য প্রতিষ্ঠিত | যে কোনো পর্যটন স্থান আমাদের জন্য সম্পদ এবং দেশের সম্পদ তাই এসব স্থানের সৌন্দর্য রক্ষা করার জন্য ক্ষতিকর কিছু করা থেকে বিরত থাকুন অন্যদেরকে উৎসাহিত করুন দেশ আমাদের |দেশের প্রতি যত্নবান হওয়া আমাদের সকলের দায়িত্ব |

সর্বশেষ - রাজনীতি