100
Wednesday , 25 January 2023 | [bangla_date]
  1. Bangladesh
  2. Education
  3. Health and Fitness
  4. International news
  5. Job News
  6. Sport
  7. Technology
  8. পুষ্টি গুনাগুন
  9. রাজনীতি

ঢাকা বিভাগের দর্শনীয় স্থান

প্রতিবেদক
MD Tamirul Millat
January 25, 2023 11:02 pm

ঢাকা বিভাগের দর্শনীয় স্থান :

ঢাকা বিভাগের দর্শনীয় স্থান গুলোর মধ্যে ঢাকার গুলিস্তান ,মতিঝিল শাহবাগ,  সামরিক যাদুঘর, শিশু পার্ক, বোটানিক্যাল গার্ডেন , ভাসানী নভোথিয়েটার, হাতিরঝিল ,নন্দন পার্ক, ফ্যান্টাসি কিংডম, সাভার স্মৃতিসৌধ, জাদুঘর মিরপুরবেরিবাধ , তামান্না পার্ক ,লালবাগ কেল্লা,  রমনার বটমূল,হাইকোর্ট বিভাগ ,   সুপ্রিমকোর্ট, বায়তুল মোকাররম মসজিদ, , কাজী নজরুল ইসলামের মাজার, বিমানবন্দর, সোনারগাঁও, বিজয় সরণি ফোয়ারা, বসুন্ধরা সিটি, বাকল্যান্ড বাঁধ, বলধা গার্ডেন, অপরাজেয় বাংলা ভাস্কর্য, জাতীয় ঈদগাহ ময়দান, শাহআলী বোগদাদির মাজার ইত্যাদি  

ঢাকা বিভাগের নামকরণ

ঢাকা বাজু লিখিত হয়েছে 1610 খ্রিস্টাব্দে ইসলাম খান চিশতী সুবাহ বাংলা রাজধানী রাজমহল থেকে ঢাকা স্থানান্তর করেন এবং সম্রাটের নাম অনুসারে এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর | প্রশাসনিকভাবে জাহাঙ্গীরনগর নামকরণ হলেও সাধারণ মানুষের মুখে ঢাকা নামটিই থেকে যায়। 

শিশু পার্ক

শিশু পার্ক:শহীদ জিয়া নামে পরিচিত ঢাকা শিশু পার্ক টি দেশের সবচেয়ে প্রাচীন শিশু পার্ক হিসেবে পরিচিত |এখানে রয়েছে উড়ন্ত বিমান আনন্দ ঘূর্ণি, ঝুলন্ত চেয়ার,ছোট মনিদের রেলগাড়ি, চাকা-পায়ের চলা, ফুলদানি উড়ন্ত নবযান |

সামরিক জাদুঘর

সামরিক জাদুঘর:পূর্বে এই জাদুঘরের নাম হয়েছিল বাংলাদেশ সামরিক জাদুঘর  | বঙ্গবন্ধু সামরিক জাদুঘর টি বঙ্গবন্ধু নভোথিয়েটারে পশ্চিম পাশে স্থানান্তরিত হয় |১৯৯৯ সালে বিজয় স্মরণীতে জাদুঘরটিকে স্থানীয়ভাবে স্থানান্তর করা হয় এবং নামকরণ দেওয়া হয় সামরিক জাদুঘর| 

বোটানিক্যাল গার্ডেন

 বোটানিক্যাল গার্ডেবোটানিক্যাল গার্ডেন উদ্যানটি ঢাকার মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা]]র পাশে অবস্থিত। প্রতিবছর প্রায় ১৫ লক্ষ দর্শনার্থী উদ্যানটিতে বেড়াতে আসেন। 

হাতিরঝিল

হাতিরঝিল রাজধানী ঢাকার একটি এলাকা যা নগরবাসীর জন্য অন্যতম একটি বিনোদন কেন্দ্র | হাতিরঝিলে রয়েছে সেতু, চমৎকার শুভ সিঁড়ি, এছাড়াও রয়েছে শিশু পার্ক, থিয়েটার ,শরীরচর্চা কেন্দ্র | ইতিহাস থেকে জানা যায় ঢাকার পিলখানা থেকে বেগুনবাড়ি   ঝিলে যেসব এলাকার সঙ্গে হাতি নামটি যুক্ত করা হয়েছে যেমন এলিফ্যান্ট রোড ,হাতিরপুল , আর হাতি গোসল করানোর জন্য এই ঝিলের নাম হাতিরঝিল |  

 

সাভার স্মৃতিসৌধ সাভার স্মৃতিসৌধ

 ঢাকা থেকে 35 কিলোমিটার  উত্তর পশ্চিমে সাভারের নবীনগরে ৪৪ হেক্টর জায়গা নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত | এই স্মৃতিসৌধের নকশা প্রণয়ন করেছেন সৈয়দ মইনুল হোসেন | ১৯৭২ সালের মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মরণে এর স্মৃতি নির্মাণ করা হয় |এ ভাস্কর্যের উচ্চতা ১৫০ ফুট | এতে মোট সাতটি ফলোক আকৃতির স্তম্ভ রয়েছে| ৭ স্তম্বের মধ্যে বাংলাদেশের শক্তি সংগ্রামের সাতটি স্তরকে ফুটিয়ে তোলা হয়েছে |১৯৫২ সালের ভাষা আন্দোলন,১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচন  ,১৯৫৬ আসনতন্ত্র আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন ,১৯৬৯ এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ এই সাতটি ঘটনা কে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে| এখানে নাম না জানা স্বাধীনতা যুদ্ধে ১০ জন শহীদের সমাধি রয়েছে |স্মৃতিসৌধে প্রবেশের জন্য কোন টাকা খরচ করতে হয় না প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকে|

তামান্না পার্ক

রাজধানী ঢাকার মিরপুরে এই তামান্না পার্ক অবস্থিত পার্কে প্রবেশ পথে রয়েছেন নানা ধরনের গাছ গাছালি যা পরিবেশকে মনোরম করে প্রায় এক একর জায়গার মধ্যে অবস্থিত এ পার্কটি| এতে রয়েছে রোলার কোষ্টার,মনোরেল,ওয়ান্ডার হুইল , হানিসুইং,  বৈদ্যুতিক মিনি ট্রেন,সোহান অ্যাডভেঞ্চার, মেরি গো রাউন্ড, নাগরদোলা ও কিডস  রাইড|সাঁতার কাটার জন্য রয়েছে সুইমিং পুল| তুরাগ নদীর পাড় ঘেঁষে এ পার্কটি গড়ে ওঠে| নদীর ধারে বসে গল্প করে সময় কাটানোর জন্য রয়েছে ডালিয়া, চাপা, রজনীগন্ধা সহ বিভিন্ন রকমের ফুল বা ছাউনির নিচে বসার ব্যবস্থা।

 

লালবাগ কেল্লা

লালবাগ কেল্লা ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত| মুঘল শুভাদার শায়েস্তা খান ১৮৬০ সালে নির্মাণ কাজ শুরু করলেও শেষ করেননি এখানে রয়েছে পরিবিবি সমাধি ,পানির ট্যাঙ্ক, শাহী মসজিদ, এর মধ্যে পরিবিবির মাজার অন্যতম |

 

ঢাকেশ্বরী মন্দির

ঢাকেশ্বরী মন্দির ঢাকায় অবস্থিত | এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ঐতিহাসিক  স্থান|ঢাকেশ্বরী শব্দের অর্থ হলো র ঢাকার ঈশ্বরী | বল্লাল সেন এর মাধ্যমে এ মন্দিরটি নির্মিত হয়|

বায়তুল মোকাররম মসজিদ

বায়তুল মোকাররম মসজিদএটি বাংলাদেশের জাতীয় মসজিদ| ১৯৬০ সালের ২৭ জানুয়ারি এ মসজিদের নির্মাণ কাজ শুরু হয় | এ মসজিদে দুইটি মিনা নির্মাণ করা হয়েছে  মসজিদের নকশায় গম্বুজ পরিহার করে কাবা ঘরের আদলে চার কণা কাঠামো তৈরি করা হয়েছে আট তলা বিশিষ্ট এ মসজিদের নিচতলায় রয়েছে বিভিন্ন গুদাম ঘর|মসজিদের দ্বিতীয় তলা থেকে ষষ্ঠতলা পর্যন্ত নামাজেজন্য ব্যবহৃত হয় | দ্বিতীয় তলায় খতিব নামাজ পড়িয়ে থাকেন দ্বিতীয় তলায় নারীদের জন্য সংরক্ষিত রয়েছে নামাজের আসন বায়তুল মোকাররম মসজিদে একসাথে প্রায় ৩০ হাজার মুসল্লী নামাজ আদায় করতে পারেন| প্রতি শুক্রবার দূরদূরান্ত থেকে মসালিরা এ মসজিদে নামাজ আদায় করতে আসেন|

কাজী নজরুল ইসলামের মাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক লাইব্রেরির কাছেই কবি কাজী নজরুল ইসলামের মাজার অবস্থিত | ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকেই কবি সমাধি দেখতে আসেন |

সোনারগাঁও

সোনারগাঁও জাদুঘর রাজধানী ঢাকা থেকে নারায়ণগঞ্জ শহরে সোনারগাঁও উপজেলায় অবস্থিত | সোনার গায়ের বড় সরদার বাড়ি নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই সোনারগাঁও জাদুঘরটি নির্মাণ করা হয় | নিঃসন্দেহে এটি একটি আদর্শ জায়গা |

বিজয় সরণি

বিজয় সরণি ঢাকা শহরের একটি প্রধান রাস্তা। ফার্মগেট থেকে পুরাতন বিমানবন্দরের মাঝামাঝি বিজয় সরণি | এক মাথায় ব্যস্ত সড়ক অন্য মাথায় জঙ্গি মোড়াল অন্য মাথায় একটি জঙ্গি বিমান সড়ক দ্বীপে বসানো আছে | এর একপাশে ভাসানী নভোথিয়েটার অবস্থিত |

বাকল্যান্ড বাঁধ

বাকল্যান্ড বাঁধ বাংলাদেশের পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত | ১৮৬৪ সালে ঢাকার তৎকালীন কমিশনার চার্জ থমাস বাকল্যান্ড বাঁধ নির্মাণ করেন 

 

অপরাজেয় বাংলা ভাস্কর্য

অপরাজেয় বাংলা ভাস্কর্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে স্মরণে নির্মিত একটি ভাস্কর্য যা তিনজন মুক্তিযোদ্ধা কে চিত্রায়িত করেছেন |এটি নির্মাণ করেন আব্দুল্লাহ খালিদ ১৯৭৩ সালে ভাস্কর্যটি তৈরি করা শুরু হয়|1979 সালে 16 ডিসেম্বর বিজয় দিবসে অপরাধে বাংলা উদ্বোধন করা হয় | এর মডেল ছিলেন আর্ট কলেজের ছাত্র মুক্তিযোদ্ধা বদরুল আলম বেনু | থ্রী নট থ্রি রাইফেল হাতে সাবলীল ভঙ্গিতে দাঁড়ানো অপর মূর্তির মডেল ছিলেন সৈয়দ হামিদ মকসুদ ফজলে | আর নারী মূর্তির মডেল ছিলেন হাসিনা আহমেদ। তবে এ সকল প্রাকৃতিক স্থান ছাড়াও ঢাকা শহরের মূল সৌন্দর্য ফুটে ওঠে কিছু প্রাচীন ও ঐতিহ্যবাহী স্থাপনার মাধ্যমে। এ সকল স্থাপনা আমাদেরকে মুঘল, আর্মেনীয়, নবাব, কিংবা ব্রিটিশদের কথা মনে করিয়ে দেয়।

সর্বশেষ - রাজনীতি