100
Friday , 17 February 2023 | [bangla_date]
  1. Bangladesh
  2. Education
  3. Health and Fitness
  4. International news
  5. Job News
  6. Sport
  7. Technology
  8. পুষ্টি গুনাগুন
  9. রাজনীতি

গ্রামীণ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।

প্রতিবেদক
MD Mahedi Hasan Miraj
February 17, 2023 5:47 pm

সংস্থার নামঃগ্রামীণ ব্যাংক।

(১.)পদের নামঃম্যানেজার (এডমিন)

শিক্ষাগত যোগ্যতাঃএমবিবিএস / যেকোন বিষয়ে অনার্সসহ মাস্টার্স।হাসপাতাল ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রী।ন্যূনতম ৫ বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন।

(২.)পদের নামঃনার্স

শিক্ষাগত যোগ্যতাঃডিপ্লোমা/বিএসসি নার্সিং।

(৩.)পদের নামঃরেডিওগ্রাফার (এক্স-রে)(ছেলে-মেয়ে)

শিক্ষাগত যোগ্যতাঃরেডিওলজি এন্ড ইমিজিং-এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে ৩-৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

(৪.)পদের নামঃমেডিকেল টেকনোলজিষ্ট।

(বায়ো,মাইক্রো,ক্লিনিঃ)।(পুরুষ/মহিলা)

শিক্ষাগত যোগ্যতাঃল্যাবরেটরি মেডিসিনে ডিপ্লোমা/বিএসসি ডিগ্রীসহ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

(৫.)পদের নামঃফিজিওথেরাপিস্ট।

শিক্ষাগত যোগ্যতাঃডিপ্লোমা-ইন-ফিজিওথেরাপি এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

(৬.)পদের নামঃইসিজি-কাম- আলট্রাসনোগ্রাম এসিসটেন্ট।

শিক্ষাগত যোগ্যতাঃএইচএসসি পাশ এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে। হবে।

(৭.)পদের নামঃকম্পিউটার অপারেটর।

শিক্ষাগত যোগ্যতাঃএইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী এবং কম্পিউটারে রিপোর্ট | টাইপিং কাজে পারদর্শিতাসহ কোন প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টারে ১-২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

(৮.)পদের নামঃরিসিপসনিষ্ট-কাম-বিলিং অফিসার।

শিক্ষাগত যোগ্যতাঃস্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী এবং কম্পিউটার অপারেটিং-এ দক্ষতাসহ কোন ডায়াগনস্টিক সেন্টারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

(৯.)পদের নামঃপেশেন্ট কেয়ার এটেনডেন্ট।

শিক্ষাগত যোগ্যতাঃন্যূনতম এইচএসি বা সমমান পাশ এবং সংশ্লিষ্ট কাজে কোন ডায়াগনস্টিক সেন্টারে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

(১০.)পদের নামঃপিয়ন।

শিক্ষাগত যোগ্যতাঃএসএসসি পাশ।

(১১.)পদের নামঃআয়া।

শিক্ষাগত যোগ্যতাঃকোন ডায়াগনস্টিক সেন্টারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

(১২.)পদের নামঃলাইব্রেরিয়ান।

শিক্ষাগত যোগ্যতাঃ১ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন লাইব্রেরি সায়েন্স কোর্সসহ ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

(১৩.)পদের নামঃলাইব্রেরি সহকারী।

শিক্ষাগত যোগ্যতাঃ১ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন লাইব্রেরি সায়েন্স কোর্স থাকতে হবে।

বেতনঃসকল পদের জন্য আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে।

আবেদনের ঠিকানা: বিভাগ প্রধান, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, গ্রামীণ ব্যাংক, প্রধান কার্যালয়, মিরপুর-২, ঢাকা-১২১৬।

সর্বশেষ - রাজনীতি