Read more;" /> গ্রামীণ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩। - sangram barta
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন

গ্রামীণ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।

Reporter Name / ২৭০ Time View
Update : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

সংস্থার নামঃগ্রামীণ ব্যাংক।

(১.)পদের নামঃম্যানেজার (এডমিন)

শিক্ষাগত যোগ্যতাঃএমবিবিএস / যেকোন বিষয়ে অনার্সসহ মাস্টার্স।হাসপাতাল ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রী।ন্যূনতম ৫ বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন।

(২.)পদের নামঃনার্স

শিক্ষাগত যোগ্যতাঃডিপ্লোমা/বিএসসি নার্সিং।

(৩.)পদের নামঃরেডিওগ্রাফার (এক্স-রে)(ছেলে-মেয়ে)

শিক্ষাগত যোগ্যতাঃরেডিওলজি এন্ড ইমিজিং-এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে ৩-৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

(৪.)পদের নামঃমেডিকেল টেকনোলজিষ্ট।

(বায়ো,মাইক্রো,ক্লিনিঃ)।(পুরুষ/মহিলা)

শিক্ষাগত যোগ্যতাঃল্যাবরেটরি মেডিসিনে ডিপ্লোমা/বিএসসি ডিগ্রীসহ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

(৫.)পদের নামঃফিজিওথেরাপিস্ট।

শিক্ষাগত যোগ্যতাঃডিপ্লোমা-ইন-ফিজিওথেরাপি এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

(৬.)পদের নামঃইসিজি-কাম- আলট্রাসনোগ্রাম এসিসটেন্ট।

শিক্ষাগত যোগ্যতাঃএইচএসসি পাশ এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে। হবে।

(৭.)পদের নামঃকম্পিউটার অপারেটর।

শিক্ষাগত যোগ্যতাঃএইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী এবং কম্পিউটারে রিপোর্ট | টাইপিং কাজে পারদর্শিতাসহ কোন প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টারে ১-২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

(৮.)পদের নামঃরিসিপসনিষ্ট-কাম-বিলিং অফিসার।

শিক্ষাগত যোগ্যতাঃস্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী এবং কম্পিউটার অপারেটিং-এ দক্ষতাসহ কোন ডায়াগনস্টিক সেন্টারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

(৯.)পদের নামঃপেশেন্ট কেয়ার এটেনডেন্ট।

শিক্ষাগত যোগ্যতাঃন্যূনতম এইচএসি বা সমমান পাশ এবং সংশ্লিষ্ট কাজে কোন ডায়াগনস্টিক সেন্টারে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

(১০.)পদের নামঃপিয়ন।

শিক্ষাগত যোগ্যতাঃএসএসসি পাশ।

(১১.)পদের নামঃআয়া।

শিক্ষাগত যোগ্যতাঃকোন ডায়াগনস্টিক সেন্টারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

(১২.)পদের নামঃলাইব্রেরিয়ান।

শিক্ষাগত যোগ্যতাঃ১ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন লাইব্রেরি সায়েন্স কোর্সসহ ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

(১৩.)পদের নামঃলাইব্রেরি সহকারী।

শিক্ষাগত যোগ্যতাঃ১ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন লাইব্রেরি সায়েন্স কোর্স থাকতে হবে।

বেতনঃসকল পদের জন্য আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে।

আবেদনের ঠিকানা: বিভাগ প্রধান, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, গ্রামীণ ব্যাংক, প্রধান কার্যালয়, মিরপুর-২, ঢাকা-১২১৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর