ওয়াইফাই রাউটারের রেঞ্জ বাড়ানোর উপায়
ওয়াইফাই রাউটারের রেঞ্জ বাড়ানোর উপায়
বর্তমান যুগে ওয়াইফাই ইন্টারনেট বেড়েই চলেছে ওয়াইফাই ব্যবহারের জন্য অবশ্যই একটি রাউটারের প্রয়োজন পড়ে আর অবশ্যই ব্রাউটার ভালো না হলে ইন্টারনেটের স্পিড ধীর গতি হয়ে যায় | ইন্টারনেট স্পিড নির্ভর করে মূলত রাউটারের উপর | রাউটার যত ভালো ইন্টারনেট স্পিড এবং রেঞ্জ তত ভালো হবে
রাউটারের রেঞ্জ কি
রাউটারের রেঞ্জ হচ্ছে একপ্রকার ওয়ারলেস সিগনাল সাধারণত যেকোনো Wifi Router – 2.4GHz এবং 5.0 GHz কম্পাঙ্কে অপারেট করে । আপনার যদি ফাকা জায়গায় বেশি রেঞ্জের দরকার হয় তবে 2.4GHz রাউটার সেট করতে পারেন । কিন্তু যদি কোন বাধা ভেদ করেও শক্তিশালী কানেকশন দরকার হয় তাহলে 5.0 GHz এ সেট করতে পারেন ।
রেঞ্জ বাড়ানোর উপায়
রাউটার ফাঁকা জায়গায় রেখে উঁচু জায়গায় রাখার চেষ্টা করুন এবং এন্টেনা চারিদিকে ছড়িয়ে দিন রাউটারের এন্টিনাতে এ্যালমুনিয়াম ফয়েল পেপার দিয়ে বাধিয়ে দিন অথবা আপনার স্পিডের বোতল এন্টিনের মুখে লাগিয়ে দিন তাহলে আপনারা ভালো পাবেন আশা করা যায় রেঞ্জ বাড়ানোর জন্য আপনি চাইলে এক্সটেন্ডার ইউজ করতে পারেন অথবা আপনারা রিপিটার ব্যবহার করতে পারেন এতে আপনারা অধিক রেঞ্জ পাবেন এন্টেনা dbi যত বেশি রাউটারের রেঞ্জ তত বেশি অবশ্যই রাউটার কেনার আগে dbi টা দেখে নেবেন প্রায় সবগুলো রাউটারে 5dbiএন্টিনা ব্যবহার করা হয় | রাউটারের এন্টিনা যত বেশি হবে রেঞ্জ তত বেশি হবে | আপনি রেঞ্জ বাড়াতে পারেন আপনি একটি এন্টেনা তৈরি করবেন এন্টিনা তৈরি করার পর আপনার রাউটারের এন্টেনার তার ওই এন্টেনার সাথে লাগিয়ে দিন তাহলেই দেখতে পারবেন আগের চাইতে রেঞ্জ দ্বিগুণ বেড়ে গেছে