100
Friday , 23 December 2022 | [bangla_date]
  1. Bangladesh
  2. Education
  3. Health and Fitness
  4. International news
  5. Job News
  6. Sport
  7. Technology
  8. পুষ্টি গুনাগুন
  9. রাজনীতি

কষি মন্ত্রণালয় ৯টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।

প্রতিবেদক
MD Mahedi Hasan Miraj
December 23, 2022 11:38 am

সংস্থার নামঃকৃষি মন্ত্রণালয়।

চাকরির ধরনঃসরকারি।

৯টি পদে কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।পদের নাম এবং বিস্তারিত তথ্য নিছে দেওয়া রয়েছে।

(১.)ক্যাশিয়ার।পদসংখ্যাঃ০৭জন।বয়সঃ৩০ বছর।বেতনঃ৯৩০০-২২৪৯০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃকোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/ সমমানের পরীক্ষায় পাস।

(২.)অফিস সহকারী-কাম-কম্পিউটার-মুদ্রাক্ষরিক।পদ সংখ্যাঃ২১জন।বয়সঃ৩০ বছর।বেতনঃ৯৩০০-২২৪৯০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃকোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

(৩.)স্টোর কিপার।পদ সংখ্যাঃ०৭জন।বয়সঃ৩০বছর।বেতনঃ৯৩০০-২২৪৯০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃকোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমানের শিক্ষাগত যোগ্যতা।স্টোর পরিচালনার কাজে ২ (দুই) বৎসরের চাকরির অভিজ্ঞতা।

(৪.)ট্রেসার।পদ সংখ্যাঃ১৪জন।বয়সঃ৩০ বছর।বেতনঃ৯০০০-২১৮০০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃকোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমানের পরীক্ষা পাস অথবা বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এবং কোন অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে ন্যূনপক্ষে ৬(ছয়) মাসের ট্রেড কোর্স পরীক্ষায় উত্তীর্ণ।

(৫.)অ্যামোনিয়া প্রিন্টার।পদ সংখ্যাঃ০৫জন।বয়সঃ৩০ বছর।বেতনঃ৯০০০-২১৮০০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃকোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাসসহ অ্যামোনিয়া প্রিন্টিং মেশিন চালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

(৬.)ফিল্ডম্যান।পদ সংখ্যাঃ০৪টি।বয়সঃ৩০বছর।বেতনঃ৮২৫০-২০০১০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃস্কুল কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট/সমমানের পরীক্ষা পাস এবং কায়িক পরিশ্রম করার জন্য অবশ্যই শারীরিক যোগ্যতা থাকতে হবে।

(৭.)অফিস সহায়ক।পদ সংখাঃ৫৮জন।বয়সঃ৩০বছর।বেতনঃ৮২০০-২০০১০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃ৮ম শ্রেণি পাস।

(৮.)নিরাপত্তা প্রহরী।পদ সংখ্যাঃ০৭জন।বয়সঃ৩০বছর।বেতনঃ৮২০০-২০০১০টাক।শিক্ষাগত যোগ্যতাঃ৮ম শ্রেণি পাস। শারীরিক যোগ্যতা সম্পন্ন অবসর প্রাপ্ত সামরিক/পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যগণকে অগ্রাধিকার দেয়া হবে।

(৯.)পরিচ্ছন্নতা কর্মী।পদ সংখ্যাঃ০২জন।বয়সঃ৩০বছর।বেতনঃ৮২০০-২০০১০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃ৮ম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ।

যে সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন নাঃজামালপুর,ফেনী,লক্ষ্মীপুর,নোয়াখালী, রাংগামাটি,শরীয়তপুর,রাজশাহী,কিশোরগঞ্জ, লালমনিরহাট,মাগুরা,নড়াইল,চুয়াডাংগা,মাগুরা,নড়াইল, চুয়াডাংগা,মেহেরপুর,বরিশাল,বরগুনা,জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

ONLINE-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ২৬/১২/২০২২সকাল-১০:০০ ঘটিকা।

online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ১৮/০১/২০২৩ বিকাল০৫:০০ঘটিকা।উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://srdi.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

সর্বশেষ - রাজনীতি