পরিকল্পনা মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।
সংস্থার নামঃপরিকল্পনা মন্ত্রণালয় বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ।
৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করাহয়েছে। পদের বিবরণ নিচে দেওয়া হয়েছে।(১.)কম্পিউটার অপারেটর।পদ সংখ্যাঃ০৪টি।বয়সঃ১৮-৩০বছর।বেতনঃ২৬,৫৯০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃ(১.)কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান)বা সমমানের ডিগ্রি এবং (২.) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজীতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।(২.)ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর।পদ সংখ্যাঃ০৫টি।বয়সঃ১৮-৩০বছর।বেতনঃ২২,৪৯০টাকা।
শিক্ষাগত যোগ্যতাঃ(১.)কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পাস এবং (২.)কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায়২০শব্দ এবং ইংরেজীতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট হতে হবে।
৩.অফিস সহায়ক।পদ সংখ্যাঃ১২টি।বয়সঃ১৮-৩০বছর।বেতনঃ২০,০১০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃ(১.)কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পাস।আবেদন করার জন্যঃhttp://imed.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন শুরুঃ২৬ডিসেম্বর২০২২ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখঃআবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৫জানুয়ারি২০২৩ বিকাল ৫.০০টা।