Read more;" /> বিনা অভিজ্ঞতায় টিএমএসএস এনজিওতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩। - sangram barta
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন

বিনা অভিজ্ঞতায় টিএমএসএস এনজিওতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।

Reporter Name / ২৪৭ Time View
Update : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

সংস্থার নামঃটিএমএসএস।

পদের নামঃসেলসম্যান।পদ সংখ্যাঃ৩০জন।বেতনঃ১৫,৮০০/-টাকা।

শিক্ষাগত যোগ্যতাঃস্নাতক/সমমান পাশে।মার্কেটিং কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগতযোগ্যতা এইচএসসি/সমমান পাশে।

বয়সঃ২০-৩৫বছর।প্রার্থীঃশুধু পরুষ প্রার্থীগন আবেদন করতে পারবেন।চাকুরি স্থানঃবগুড়া,রংপুর,গাইবান্ধা,জয়পুরহাট জেলা।আবেদন শুরুঃশুরু হয়ে গিয়েছে।আবেদনের শেষ তারিখঃ১৭ জানুয়ারি২০২৩।পদের নামঃহিসাব কর্মকর্তা।পদ সংখ্যাঃ১৫জন।বেতনঃ১৩,৩২৮/-টাকা।

শিক্ষাগত যোগ্যতাঃহিসাববিজ্ঞান বিষয়ে ০৪ বছর মেয়াদী (সম্মান) ডিগ্রি পাশ।

অভিজ্ঞতার প্রয়োজনীয়তাঃএমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট পরিচালনায় দক্ষ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

বয়সঃ২২-৩৫বছর।প্রার্থীঃশুধু পুরুষ প্রার্থীগন আবেদন করতে পারবেন।চাকুরি স্থানঃবগুড়া, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট জেলা।আবেদন শুরুঃশুরু হয়ে গিয়েছে।আবেদনের শেষ তারিখঃ১৭ জানুয়ারি২০২৩।পদের নামঃহিসাব কর্মকর্তা।পদ সংখ্যাঃ০৬জন।বেতনঃ১২,০০০টাকা।

শিক্ষাগত যোগ্যতাঃহিসাববিজ্ঞান বিষয়ে ০৪ বছর মেয়াদী (সম্মান) ডিগ্রি পাশে।

অভিজ্ঞতার প্রয়োজনীয়তাঃকম্পিউটার চালনায় এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পাই-চার্ট, ইন্টারনেট ব্রাউজিং ও স্ক্যান কাজে দক্ষতা থাকতে হবে। দায়িত্বসমূহ সকল প্রকার আর্থিক লেনদেন ব্যাংক ও নগদ করা, সংস্থার নিয়ম অনুযায়ী একাউন্টস প্রস্তুত করা।

বয়সঃ৩৫বছর।প্রার্থীঃ ছেলে-মেয়ে।চাকুরি স্থানঃ বাংলাদের যেকোনো ইস্থানে।আবেদনের শেষ তারিখঃ১৭ জানুয়ারি২০২৩।

পদের নামঃঅফিস সহকারী

পদ সংখ্যাঃ০৩জন।বেতনঃ১২,০০০ টাকা।শিক্ষাগত যোগ্যতাঃস্নাতক/সমমান ডিগ্রি পাশে।

বয়সঃ৩৫বছর।প্রার্থীঃপুরুষ।চাকুরি স্থানঃটিএমএসএস নার্সিং কলেজ, বগুড়া।আবেদনের শেষ তারিখঃ১৭ জানুয়ারি

২০২৩।

পদের নামঃগ্যাস জেনারেটর অপারেটর।পদ সংখ্যাঃ০৩জন।বেতনঃআলোচনা সাপেক্ষে।

শিক্ষাগত যোগ্যতাঃডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশে।

অভিজ্ঞতার প্রয়োজনীয়তাঃসংশ্লিষ্ট কাজে ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।বয়সঃ১৮-৩৫বছর।প্রার্থীঃছেলে-মেয়ে।

চাকুরি স্থানঃটিজিএইচএস-এর প্রকৌশল বিভাগ, বগুড়া।

আবেদনের শেষ তারিখঃ১৭ জানুয়ারি

২০২৩।

আবেদন কারার ঠিকানাঃআগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা ০৩ (তিন) কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ আবেদন পরিচালক এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী ১৭/০১/২০২৩ইং তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া-৫৮০০ ঠিকানায় পৌঁছাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর