100
Friday , 13 January 2023 | [bangla_date]
  1. Bangladesh
  2. Education
  3. Health and Fitness
  4. International news
  5. Job News
  6. Sport
  7. Technology
  8. পুষ্টি গুনাগুন
  9. রাজনীতি

SSC পাশে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।

প্রতিবেদক
MD Mahedi Hasan Miraj
January 13, 2023 9:45 pm

সংস্থার নামঃবাংলাদেশ ব্যাংক। ১৭ টি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।

(.১)পদের নামঃসহকারী ব্যবস্থাপক।

পদ সংখ্যাঃ০১টি।বেতনঃ৫৩,০৬০ টাকা।শিক্ষাগত যোগ্যতাঃযন্ত্রকৌশল/শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ-শ্রেণিসহ যেকোন ২টিতে ১ম বিভাগ-শ্রেণি থাকতে হবে।

(২.)পদের নামঃসহকারী ব্যবস্থাপক (উৎপাদন নিয়ন্ত্রণ)

পদ সংখ্যাঃ০১টি।বেতনঃ৫৩,০৬০ টাকা।শিক্ষাগত যোগ্যতাঃস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোন বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রী।

(৩.)পদের নামঃকারিগরী কর্মকর্তা।

পদ সংখ্যাঃ০১টি।বেতনঃ৫৩,০৬০ টাকা।শিক্ষাগত যোগ্যতাঃস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/রসায়ন/ফলিত রসায়নে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রী।সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/ শ্রেণিসহ যেকোন ২টিতে ১ম বিভাগ/শ্রেণি থাকতে হবে।

(৪.)পদের নামঃঅফিসার (উৎপাদন)।

পদ সংখ্যাঃ০৩টি।বেতনঃ৩৮,৬৪০ টাকা।শিক্ষাগত যোগ্যতাঃবাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ডের অধীনে স্বীকৃত কোন প্রতিষ্ঠান হতে যন্ত্রকৌশল/তড়িৎ কৌশল শিল্প উৎপাদন বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।

(৫.)পদের নামঃসহকারী কারিগরী কর্মকর্তা (গবেষণা ও মান নিয়ন্ত্রণ)।

পদ সংখ্যাঃ০১টি।বেতনঃ৩৮,৬৪০ টাকা।শিক্ষাগত যোগ্যতাঃস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন/ফলিত রসায়নে স্নাতক ডিগ্রী। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণিসহ যেকোন ২টিতে ১ম বিভাগ/শ্রেণি থাকতে হবে।

(৬.)পদের নামঃঅফিসার (অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ) অফিসার (উৎপাদন নিয়ন্ত্রণ)।

পদ সংখ্যাঃ০২টি।বেতনঃ৩৮,৬৪০ টাকা।শিক্ষাগত যোগ্যতাঃস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোন বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।

(৭.)পদের নামঃইমান (পুরুষ)।

পদ সংখ্যাঃ০১টি।বেতনঃ৩৮,৬৪০ টাকা।শিক্ষাগত যোগ্যতাঃকামিল বা দাওরায়ে হাদিস পাশ। কোরানে হাফেজ/মোফাচ্ছির/মুফতি হলে অগ্রাধিকার দেয়া হবে।

(৮.)পদের নামঃভল্ট সহকারী (পুরুষ)।

পদ সংখ্যাঃ০৫টি।বেতনঃ২২,৪৯০ টাকা।শিক্ষাগত যোগ্যতাঃসকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগসহ এইচএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতা।

(৯.)পদের নামঃপ্রোডাকশন চেকার/ ইন্টারনাল চেকার (পুরুষ)।

পদ সংখ্যাঃ০৫টি।বেতনঃ২২,৪৯০ টাকা।শিক্ষাগত যোগ্যতাঃসকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগসহ এইচএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতা।

(১০.)পদের নামঃসহকারী।

পদ সংখ্যাঃ০৬টি।বেতনঃ২২,৪৯০ টাকা।শিক্ষাগত যোগ্যতাঃসকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগসহ এইচএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতা।

(১১.)পদের নামঃনিরাপত্তা সহকারী (পুরুষ)।

পদ সংখ্যাঃ০৪ টি।বেতনঃ২২,৪৯০ টাকা।শিক্ষাগত যোগ্যতাঃসকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগসহ এইচএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতা।শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।

(১২.)পদের নামঃপরীক্ষক।

পদ সংখ্যাঃ২২টি।বেতনঃ২২,৪৯০ টাকা।শিক্ষাগত যোগ্যতাঃসকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগসহ এইচএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতা।

(১৩.)পদের নামঃগাড়ী চালক (পুরুষ)।

পদ সংখ্যাঃ০৪টি।বেতনঃ২২,৪৯০ টাকা।শিক্ষাগত যোগ্যতাঃন্যূনতম এসএসসি বা সমমান পাশসহ ভারী যানবাহন চালনায় লাইসেন্স থাকতে হবে।অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

(১৪.)পদের নামঃফর্ক লিফট অপারেটর (পুরুষ)।

পদ সংখ্যাঃ০২টি।বেতনঃ২২,৪৯০ টাকা।শিক্ষাগত যোগ্যতাঃএসএসসি/সমমান পাশ। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

(১৫.)পদের নামঃপাঁচক (পুরুষ)।

পদ সংখ্যাঃ০১টি।বেতনঃ২০,০১০ টাকা।শিক্ষাগত যোগ্যতাঃঅষ্টম শ্রেণি পাশসহ খ্যাতনামা হোটেলে পাঁচক হিসেবে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং দেশি ও বিদেশি রান্নায় পারদর্শী হতে হবে।

(১৬.)পদের নামঃনিরাপত্তা প্রহরী (পুরুষ)।

পদ সংখ্যাঃ০৫টি।বেতনঃ২০,০১০ টাকা।শিক্ষাগত যোগ্যতাঃন্যূনতম ২য় বিভাগে এসএসসি/সমমানের পাশ হতে হবে। শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।

(১৭.)পদের নামঃখাদেম (পুরুষ)।

পদ সংখ্যাঃ০১টি।বেতনঃ২০,০১০ টাকা।শিক্ষাগত যোগ্যতাঃন্যূনতম দাখিল পাশ।সাধারণ প্রার্থীর জন্য বয়সঃজন্য ২১ হতে ৩০ বছর।১৬তম ও ২০তম গ্রেডভুক্ত পদসমূহের জন্য ১৮ হতে ৩০ বছর হতে হবে।

মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান,প্রতিবন্ধী বয়সঃ১৮ থেকে ৩২ বছর।

আবেদনের শেষ তারিখঃ০৫/০২/২০২৩।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত