100
Tuesday , 17 January 2023 | [bangla_date]
  1. Bangladesh
  2. Education
  3. Health and Fitness
  4. International news
  5. Job News
  6. Sport
  7. Technology
  8. পুষ্টি গুনাগুন
  9. রাজনীতি

দাখিল পরীক্ষা-২০২৪ ( ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ ) এর বাদ পড়া শিক্ষার্থীদের পুনরায় অনলাইনে রেজিস্ট্রেশন

প্রতিবেদক
MD Mahedi Hasan Miraj
January 17, 2023 11:14 pm

দাখিল পরীক্ষা-২০২৪ ( ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ ) এর বাদ পড়া শিক্ষার্থীদের পুনরায় অনলাইনে রেজিস্ট্রেশন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে মোঃ সিদ্দিকুর রহমান জানান যে, অত্র বোর্ডের সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, দাখিল পরীক্ষা -২০২৪ শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন সম্পাদন হয়েছে এবং যারা ২০২২ -২০২৩ শিক্ষাবর্ষে বাদ পড়েছে তাদের সকলকে পুনরায় অনলাইনে রেজিস্ট্রেশন এর সুযোগ প্রদান করা হয়েছে।

১। বিলম্ব ফি সহ টিটি স্লিপ প্রিন্ট করে জমা দিতে হবে। (ফি জমা দেয়ার ২৪ থেকে ৪৮ঘন্টা পর শিক্ষার্থীর ছবিসহ এন্টি করা হবে )

সময় নির্ধারণ: ২২/০১/২০২৩ ইং তারিখ থেকে ২০/০২/২০২৩ ইং তারিখ পর্যন্ত।

২। পূরণ কৃত সকল তথ্য শেষ বারের মত যাচাই করা হবে।

সময় নির্ধারণ: ২৬/০২/২০২৩ ইং তারিখ পর্যন্ত।

আরও বলেন, যদি এই নির্ধারিত সময়ের শেষে কোনো ভাবেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ করে দেয়া হবে না। যদি সকল কার্যক্রম সমাপ্ত না হয় তাহলে সেটির দায়-দায়িত্ব নিজ মাদ্রাসার অধ্যক্ষকে বহন করতে হবে।

সূত্র: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।