100
Wednesday , 18 January 2023 | [bangla_date]
  1. Bangladesh
  2. Education
  3. Health and Fitness
  4. International news
  5. Job News
  6. Sport
  7. Technology
  8. পুষ্টি গুনাগুন
  9. রাজনীতি

সিপাহী পদে বাংলাদেশ কাস্টমসে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।

প্রতিবেদক
MD Mahedi Hasan Miraj
January 18, 2023 3:48 pm

সংস্থার নামঃবাংলাদেশ কাস্টমস কমিশনারেট।

(১.)পদের নামঃসাঁট-লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর।পদ সংখ্যাঃ০১টি।বেতনঃ২৬,৫৯০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।সাঁট লিপিতে ইংরেজীতে ৮০ শব্দ বাংলায় ৫০ শব্দ।কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজীতে ৩০ শব্দ বাংলায় ২৫ শব্দ।

(২.)পদের নামঃউচ্চমান সহকারী।

পদ সংখ্যাঃ০৪টি।বেতনঃ২৪,৬৮০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজীতে ৩০ শব্দ বাংলায় ২৫ শব্দ।

(৩.)পদের নামঃক্যাশিয়ার।

পদ সংখ্যাঃ০১টি।বেতনঃ২৪,৬৮০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রী, তবে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেওয়া হবে ।

(৪.)পদের নামঃঅফিস সহকারী-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদ সংখ্যাঃ১৫টি।বেতনঃ২২,৪৯০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃকোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূত দ্বিতীয় শ্ৰেণী বা সমমানের সিজিপিএ তেউচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাশ।তৎসহ কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি নিম্নরূপ হতে হবে।বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ।ইংরেজীতে ২০ শব্দ।

(৫.)পদের নামঃগাড়ীচালক।

পদ সংখ্যাঃ০৪টি।বেতনঃ২২,৪৯০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃকোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এবং হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন।

(৬.)পদের নামঃসিপাই।

পদ সংখ্যাঃ০৯টি।বেতনঃ২১,৩১০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃকান স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাশ।উচ্চতাঃ ন্যূনতম ৫’-৪” পুরুষ, ৫’-২” মহিলা বুকের মাপ ন্যূনতম ৩০-৩২”উভয় ক্ষেত্রে।

(৭.)পদের নামঃঅফিস সহায়ক।

পদ সংখ্যাঃ০৯টি।বেতনঃ২১,৩১০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃকোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাশ।

সাধারণ প্রার্থীর জন্য বয়সঃ১৮-৩০ বছর।শহিদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়স ১৮-৩২ বছর।

আবেদন শুরুঃ২২/০১/২০২৩ সকাল ০৯:০০ ঘটিকা।

আবেদন এর শেষ তারিখঃ১৯/০২/২০২৩ বিকাল ০৪:০০টা।

আবেদন করতেঃhttp://crmc.teletalk.com.bd

 

সর্বশেষ - রাজনীতি