SSC/HSC বা স্নাতক পাশে গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।
সংস্থার নামঃগোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর
(১)পদের নামঃকম্পিউটার অপারেট।শূন্য পদের সংখ্যাঃ০২টি।বেতনঃ৩০,২৩০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃ(১)কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।(২)কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলার ২৫ শব্দ ইংরেজিতে ৩০ শব্দ গতি থাকতে হবে।বয়সঃ০২/০২/২০২৩ তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮-৩০বছর।
(২)পদের নামঃউচ্চমান সহকারী।শূন্য পদের সংখ্যাঃ০১টি।বেতনঃ২৪,৬৮০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।কম্পিউটার ব্যবহারে দক্ষতা।কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলার ২৫ শব্দ ইংরেজিতে ৩০ শব্দ গতি থাকতে হবে।বয়সঃ০২/০২/২০২৩ তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮-৩০বছর।
(৩)পদের নামঃঅফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।শূন্য পদের সংখ্যাঃ০১টি বেতনঃ২২,৪৯০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃকোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পাশে।বয়সঃ০২/০২/২০২৩ তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮-৩০বছর।
(৪)পদের নামঃড্রাইভার।শূন্য পদ সংখ্যাঃ০১টিবেতনঃ২২,৪৯০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃঅষ্টম শ্রেণী পাসে।বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ি চালানোর ৩বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।বয়সঃ০২/০২/২০২৩ তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮-৩০বছর।আবেদন শুরুঃ১৫/০১/২০২৩সকাল ১০:০০টা থেকে।আবেদনের শেষ তারিখঃ০৫/০২/২০২৩ বিকাল ০৪:০০টা।
এই ওয়েবসাইটhttp://vatali.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে হবে।