কষি মন্ত্রণালয় ৯টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।
সংস্থার নামঃকৃষি মন্ত্রণালয়।
চাকরির ধরনঃসরকারি।
৯টি পদে কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।পদের নাম এবং বিস্তারিত তথ্য নিছে দেওয়া রয়েছে।
(১.)ক্যাশিয়ার।পদসংখ্যাঃ০৭জন।বয়সঃ৩০ বছর।বেতনঃ৯৩০০-২২৪৯০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃকোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/ সমমানের পরীক্ষায় পাস।
(২.)অফিস সহকারী-কাম-কম্পিউটার-মুদ্রাক্ষরিক।পদ সংখ্যাঃ২১জন।বয়সঃ৩০ বছর।বেতনঃ৯৩০০-২২৪৯০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃকোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(৩.)স্টোর কিপার।পদ সংখ্যাঃ०৭জন।বয়সঃ৩০বছর।বেতনঃ৯৩০০-২২৪৯০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃকোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমানের শিক্ষাগত যোগ্যতা।স্টোর পরিচালনার কাজে ২ (দুই) বৎসরের চাকরির অভিজ্ঞতা।
(৪.)ট্রেসার।পদ সংখ্যাঃ১৪জন।বয়সঃ৩০ বছর।বেতনঃ৯০০০-২১৮০০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃকোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমানের পরীক্ষা পাস অথবা বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এবং কোন অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে ন্যূনপক্ষে ৬(ছয়) মাসের ট্রেড কোর্স পরীক্ষায় উত্তীর্ণ।
(৫.)অ্যামোনিয়া প্রিন্টার।পদ সংখ্যাঃ০৫জন।বয়সঃ৩০ বছর।বেতনঃ৯০০০-২১৮০০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃকোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাসসহ অ্যামোনিয়া প্রিন্টিং মেশিন চালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
(৬.)ফিল্ডম্যান।পদ সংখ্যাঃ০৪টি।বয়সঃ৩০বছর।বেতনঃ৮২৫০-২০০১০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃস্কুল কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট/সমমানের পরীক্ষা পাস এবং কায়িক পরিশ্রম করার জন্য অবশ্যই শারীরিক যোগ্যতা থাকতে হবে।
(৭.)অফিস সহায়ক।পদ সংখাঃ৫৮জন।বয়সঃ৩০বছর।বেতনঃ৮২০০-২০০১০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃ৮ম শ্রেণি পাস।
(৮.)নিরাপত্তা প্রহরী।পদ সংখ্যাঃ০৭জন।বয়সঃ৩০বছর।বেতনঃ৮২০০-২০০১০টাক।শিক্ষাগত যোগ্যতাঃ৮ম শ্রেণি পাস। শারীরিক যোগ্যতা সম্পন্ন অবসর প্রাপ্ত সামরিক/পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যগণকে অগ্রাধিকার দেয়া হবে।
(৯.)পরিচ্ছন্নতা কর্মী।পদ সংখ্যাঃ০২জন।বয়সঃ৩০বছর।বেতনঃ৮২০০-২০০১০টাকা।শিক্ষাগত যোগ্যতাঃ৮ম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ।
যে সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন নাঃজামালপুর,ফেনী,লক্ষ্মীপুর,নোয়াখালী, রাংগামাটি,শরীয়তপুর,রাজশাহী,কিশোরগঞ্জ, লালমনিরহাট,মাগুরা,নড়াইল,চুয়াডাংগা,মাগুরা,নড়াইল, চুয়াডাংগা,মেহেরপুর,বরিশাল,বরগুনা,জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
ONLINE-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ২৬/১২/২০২২সকাল-১০:০০ ঘটিকা।
online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ১৮/০১/২০২৩ বিকাল০৫:০০ঘটিকা।উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://srdi.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।