100
Saturday , 7 January 2023 | [bangla_date]
  1. Bangladesh
  2. Education
  3. Health and Fitness
  4. International news
  5. Job News
  6. Sport
  7. Technology
  8. পুষ্টি গুনাগুন
  9. রাজনীতি

বগুড়ায় শূন্য দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রতিবেদক
MD Tamirul Millat
January 7, 2023 12:25 am

সামাজিক যোগাযোগের মাধ্যম আলোচিত হিরো আলম বগুড়ায় শূন্য দুই আসন থেকে স্বতন্ত্র হিসেবে মনোয়নপত্র লিখেছেন।

সোমবার দুপুর ১২টার বগুড়া জেলা নির্বাচন কার্যালয় থেকে তারিখের দিকে তিনি।

সবলিপত্রে তার নাম উল্লেখ করা হয়েছে মো. আশরাফুল হোসেন আলম এই উপনির্বাচনে ভোট গ্রহণের দিন বলা হয়েছে আগামী ১ তারিখ।

সবপত্র সংগ্রহের সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হোসেন ও সদর উপজেলা নির্বাচন নির্বাহী মো. জাকির স্বাক্ষর উপস্থিত ছিলেন।

নিরাপত্তাপত্র সংগ্রহের নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন। তিনি জানান, হিরো আলম দলের উপনির্বাচনে স্বতন্ত্র হিসাবে দলিলপত্র সংগ্রহ করেছেন।

এর আগে ২০১৮ সালে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে স্বতন্ত্র দল হিসেবে অংশ নিয়েছিলেন হিরো আলম। কিন্তু নজিরবিহীন কারচুপি, তার এজেন্টকে বের করে এবং তার উপর ভিত্তি করে অভিযোগের বিরুদ্ধে সেই অভিযোগটি প্রকাশ করেন।