100
Tuesday , 10 January 2023 | [bangla_date]
  1. Bangladesh
  2. Education
  3. Health and Fitness
  4. International news
  5. Job News
  6. Sport
  7. Technology
  8. পুষ্টি গুনাগুন
  9. রাজনীতি

রাজশাহী বিভাগের দর্শনীয় স্থান

প্রতিবেদক
MD Tamirul Millat
January 10, 2023 8:59 pm

রাজশাহী বিভাগের দর্শনীয় স্থানসমূহ

পুঠিয়া রাজবাড়ি
বাঘা মসজিদ
রাজশাহী শিশু পার্ক
বরেন্দ্র গবেষণা জাদুঘর
রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা
উৎসব এবং সাফিনা পার্ক
সরমংলা ইকোপার্ক

১.পুঠিয়া রাজবাড়ি: রাজশাহীর প্রাচীনতম স্থাপত্যের মধ্যে প্রধান হলো কুঠির বাড়ি | এটিকে পাঁচ আনি জমিদারবাড়ি বলা হয় | মহারানী হেমন্তকুমারী দেবী ১৮৯৫ সালে ইন্দো-ইউরোপীয় নকশার আদলে আয়তাকার দোতালা বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন |

২.বাঘা মসজিদ: রাজশাহী শহরের ঐতিহাসিক বাঘা মসজিদ অবস্থিত | ইট দিয়ে তৈরি প্রাচীন মসজিদটিতে 14 টি গম্বুজ রয়েছে | এই মসজিদের ভেতরে এবং বাইরে প্রচুর পোড়ামাটির ফলক দেখতে পাওয়া যায় | মসজিদের ভেতরে উঁচু স্থানে একটি নামাজ কক্ষ রয়েছে সেটা কার বা কাদের জন্য সংরক্ষিত ছিল সেটা সবার অজানা |

৩ .রাজশাহী শিশু পার্ক: রাজশাহী জেলার নওদাপাড়া বড় বনগ্রামে অবস্থিত এই শিশুপার্কটি | এটি অন্যতম একটি বিনোদন কেন্দ্র | এখানে নয়নাভিরাম পিকনিক স্পট সব বয়সীদের জন্য দেশি-বিদেশি রাইড , সুবিশাল লেক এবং নৌকা ভ্রমণের সুব্যবস্থা রয়েছে | এর আরেক নাম শহীদ জিয়া শিশু পার্ক |

৪.বরেন্দ্র গবেষণা জাদুঘর: রাজশাহী শহরের অন্যতম প্রাচীন আকর্ষণীয় স্থান হল বরেন্দ্র গবেষণা জাদুঘর | এটি হলো বাংলাদেশের প্রথম জাদুঘর | ১৯১৩ সালে বরেন্দ্র গবেষণা জাদুঘরে যাত্রা শুরু হয় | মহাত্মা গান্ধী , নেতাজী সুভাষ চন্দ্র বসু ছাড়াও বিখ্যাত ব্যক্তি বরেন্দ্র গবেষণা জাদুঘর এসেছেন |

৫.রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা: রাজশাহী শহরের আরেকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হল রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা | এটা পদ্মা নদীর তীরে রেসকোর্স ময়দানের ৩২.৭৬ একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে | রাজশাহী শহর থেকে এর দূরত্ব মাত্র ৪.২কিলোমিটার
১৯৭৪ – ৭৬ সালে এখানে চিড়িয়াখানার পাশাপাশি একটি শিশুপার্ক নির্মাণ করা হয় | যার কারণে রাশি কেন্দ্রীয় চিড়িয়াখানাটি শহীদ এ এইচ এম কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা হিসেবে পরিচিত | চিড়িয়াখানায় প্রবেশ গেটে বিদ্যমান জিরাফের বিশাল ভাস্কর্য ও মৎস্যকুমারীর ফোয়ারা নজরে আসবে | নানা রকম ফুল ফল ও ছায়াঘেরা পার্কের ভেতরে রয়েছে দৃষ্টিনন্দন ভাস্কর্য,নান্দনিক ব্রিজ সহ একটি ছোট লেক | চিড়িয়াখানায় উল্লেখযোগ্য সংগ্রহের মধ্যে রয়েছে বাজরিকা ,বালিহাস, ঘোড়া, হরিণ,উদবিড়াল, অজগর সাপ, কুমিরসহ বিভিন্ন জলজ স্থলজ পশুপাখি |

৬.উৎসব পার্ক: রাজশাহীর দর্শনীয় স্থানসমূহের একটি হলো বাঘা উপজেলায় বাঘা দিঘির গ্রামীণ শান্ত পরিবেশে গড়ে ওঠা উৎসব পার্ক | ২০১৪ সালে প্রায় ৮০বিঘা জায়গায় সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে পার্কটি গড়ে তোলা হয় | উৎসব পার্কের রাইড এর মধ্যে আছে ট্রেন ,নাগরদোলা, ঘূর্ণি এবং দোলনা সহ ৮ টি ভিন্নধর্মী রাইড | বিভিন্ন পশু পাখির ভাস্কর্য,বাসার বেঞ্চ, লেক এবং পিকনিক স্পট যা সারাদিন আনন্দে কাটানোর উত্তম জায়গা |

৭.সাফিনা পার্ক: .সাফিনা পার্ক রাজশাহীর দর্শনীয় স্থান সমূহের মধ্যে আরেকটি নিদর্শন | গোদাগাড়ী উপজেলায় ২০১২ সালে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয়েছে এই পার্কটি |

৮.সরমংলা ইকোপার্ক: রাজশাহী জেলার আরেকটি সুন্দর স্থান হল সরমংলা ইকোপার্ক | এটি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় অবস্থিত | ২০০৩ সালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে এ উপজেলার নিত্যানন্দপুর পর্যন্ত ২৭ কিলোমিটার খাঁড়ি খনন করা হয় | এই খাঁড়ি দুই পাশে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয় | যা ইকোপার্ক হিসেবে পরিচিত |

৯.রাজশাহী বিভাগের ১৪ টি দর্শনীয় স্থানের মধ্যে বগুড়ার মহাস্থানগড় অন্যতম |মহাস্থানগড় বগুড়া জেলার শিবগঞ্জ থানায় অবস্থিত | বগুড়া শহর থেকে 13 কিলোমিটার পশ্চিমে করোতোয়া নদীর তীরে অবস্থিত | মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি | এটি ইতিহাসে পুন্ড্রনগর নামে পরিচিত ছিল | একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল | প্রাচীরবেষ্টিত এই নগরীর ভেতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন | মহাস্থানের রাজা ছিলেন নল | এখানে রয়েছে মাহি সরোয়ার এর মাজার শরীফ,কালিদহ সাগর, শীলাদেবীর ঘাট, জাদুঘর, জিয়ৎ কুন্ডকূপ, বেহুলার বাসরঘর ,গোবিন্দ ভিটা , ভাসু বিহার দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন প্রত্নস্থল বলে সারা পৃথিবীর পর্যটক এবং প্রত্নতাত্ত্বিকদের কাছে মহাস্থান গড় আকর্ষণীয় |

নওগাঁ জেলার দর্শনীয় স্থান : কুসুম্বা মসজিদ,পাহাড়পুর বৌদ্ধবিহার, বলিহার রাজবাড়ী,জগদ্দল বিহার,পতিসর কাচারীবাড়ি, দুবলহাটি জমিদার বাড়ি |

কুসুম্বা মসজিদ:কুসুম্বা মসজিদটি চারকোনা বিশিষ্ট কালো ধূসর বর্ণের পাথরএবং পোড়ামাটির ফলক দ্বারা নির্মিত | পোড়ামাটির কারুকাজ খচিত মাটির টালি, মেহরাবে বিভিন্ন ফুল লতা -পাতা ,ঝুলন্ত শেকল রয়েছে |

পতিসর কাচারীবাড়ি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত অনেক নিদর্শন | পতিসর কাচারীবাড়ি নাগর নদীর তীরে অবস্থিত |

বলিহার রাজবাড়ী : নওগাঁ জেলার দর্শনীয় স্থান সমূহের মধ্যে বলিহার রাজবাড়ী অন্যতম | বলিহারের নয় চাকার রথ প্রসিদ্ধ ছিল |

নওগাঁ জেলার দর্শনীয় স্থান সমূহের মধ্যে পাহাড়পুর বৌদ্ধবিহার অন্যতম | পাহাড়পুর বৌদ্ধবিহার বৌদ্ধ ভিক্ষুদের জন্য 177 টি কক্ষ ছিল | ৭০.৩১ একর জায়গার ওপর পাহাড়পুর বৌদ্ধবিহার অবস্থিত |

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত