২০২৩ সালে অন্যরকম কিছু হতে চলেছে বলে মনে করেন ‘সাকিব’
২০২২ সাল বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল সুখময়। এসেছে বড় বড় কিছু সাফল্য, আবার আছে ভুলে যাওয়ার মতো ব্যর্থতাও। ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ দিয়ে শেষ হয়েছে এ বছর।
টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ২০২৩ সালে সীমিত ওভারের দুই ফরম্যাটের মতো টেস্টেও উল্লেখযোগ্য সাফল্য চান। তিনি বলেন, ‘একটা সিরিজ ভালো গেল। আশা করব ধারাবাহিকতা থাকবে। তেইশে যে তিনটি সিরিজ আছে তিনটাই জেতা উচিৎ। টি-টোয়েন্টিতেও আমরা বেশ ভালো একটা অবস্থানে চলে এসেছি। আগামী ৬ মাসে একটা ভালো দল দাঁড় করাতে পারব, যে দল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশার চেয়েও ভালো করবে।
সাকিবের বেশি প্রত্যাশা ওয়ানডে দল নিয়ে, যে দল ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে চলেছে । এ বছরই আবার ওয়ানডে বিশ্বকাপ, সেখানেও প্রত্যাশা থাকবে অনেক বেশি । সাকিব বলেন, ‘ওয়ানডেতে ভালো না করার কারণই নেই। ওয়ানডেতে আমরা অনেক স্ট্রং টীম।বিশ্বকাপ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এখানে আমরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারি না। যদি দল হয়ে খেলতে পারি, সবাই অবদান রাখতে পারে তাহলে আমি মনে করি এই বিশ্বকাপে খুব ভালো করবে বাংলাদেশ।